• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নদী থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৪:২৬ পিএম
নদী থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার

লালমনিরহাটে হাত-পায়ে শিকল বাঁধা বস্তাবন্দি জাহিদ হোসেন নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জাহিদ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে। 

প্রত্যক্ষদর্শী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের ওপর হাঁটতে গিয়ে নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখেন তিনি। পরে এলাকার লোকজনকে ডেকে পুলিশের সহায়তায় বস্তা থেকে জাহিদ হোসেনকে উদ্ধার করা হয়। জাহিদ জীবিত আছে বুঝতে পেরে পুলিশ দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স জানান, ছেলেটির শরীরে সম্ভবত কোনো চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে ছেলেটি সুস্থ আছে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যুবকটিকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশ্যে অজ্ঞান করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো ঘটনা আছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।”

Link copied!