সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামের দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে কাজ করছে ফায়ার ব্রিগেড।
শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে যমুনা নদীর জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ওই দুজন।
নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। এরা দুজনেই শহরের সবুজ কানন হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। দুজন নদী থেকে উঠে এলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আরও জানান, উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবেন।