• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নতুন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৬:৪৮ পিএম
নতুন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চেয়ারম্যান মিজানুর রহমান মজনু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজকে মারপিট ও তার ঘর বাড়ি ভাঙচুর করে। পরে কালুখালী থানায় শনিবার (১৯ মার্চ) সকালে করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। যার মামলা নং-১২।

এ বিষয়ে মামলার বাদী পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “ভুক্তভোগী পারভেজ বাদী হয়ে সকালে থানায় এসে মামলা করেন। পরে বেলা দেড়টার সময় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।”

Link copied!