জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।
নাছির উদ্দিন আহমেদ জানান, উপজেলার চরভবসুর ঠটাপাড়া এলাকায় ঝনুক খলিফার ছেলে ফুল মিয়ার (৬০) টিনের ঘর ভাড়া নিয়ে কিছু লোক নকল প্রসাধনী মোড়কজাত করে বিভিন্ন দোকানে বিক্রি করছিলেন। পুলিশ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ওই ঘর থেকে নকল পণ্য জব্দসহ সাতজনকে আটক করে।
জব্দকৃত নকল পণ্যের মধ্যে ছিল সানসিল্ক, ডাব, পেনটিনি ও ক্লিয়ার শ্যাম্পু, গৌরী ও বেটনোভেট স্কিনকেয়ার ক্রিম। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার ১৫ টাকা।