সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুহিন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ধর্ষক তুহিন হোসেন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি তুহিন হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।