• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

দ্রুতগতিতে বাড়ছে যমুনার পানি


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৬:০১ পিএম
দ্রুতগতিতে বাড়ছে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিন ধরে চলা ভারী বর্ষণে সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে যমুনা নদীর পানি।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের শহররক্ষা বাঁধে (হার্ডপয়েন্ট) ৩৭ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) থেকে হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। বর্তমানে খুব দ্রুত বাড়ছে পানি। যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, দু-একদিন পানি বাড়তে পারে বলে বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। 

Link copied!