• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দোকানে মিলল এক বস্তা যৌন উত্তেজক ওষুধ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৯:১৫ এএম
দোকানে মিলল এক বস্তা যৌন উত্তেজক ওষুধ

সিলেটে একটি ফাস্ট ফুডের দোকান থেকে এক বস্তা যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ জানুয়ারি) নগরের আম্বরখানা পয়েন্টে ফয়েজ স্ন্যাকসে অভিযান চালিয়ে এসব অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফয়েজ স্ন্যাকস আম্বরখানা এলাকার সবচেয়ে জনপ্রিয় ফাস্ট ফুডের দোকান।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ফাস্ট ফুডের দোকান ফয়েজ স্ন্যাকসে অভিযান চালান। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া দোকানের স্টোররুমে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে অবৈধ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ জানান, অভিযানে বিভিন্ন অপরাধে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ফাস্ট ফুডের দোকান থেকে এক বস্তা যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Link copied!