• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দেহ গাড়িতে, মাথা সড়কে


সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৪:২৩ পিএম
দেহ গাড়িতে, মাথা সড়কে

মানিকগঞ্জের সিংগাইরে অটোগাড়ির চাকার সঙ্গে চাদর জড়িয়ে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। তার দেহ ছিল গাড়িতে এবং মাথা সড়কে পড়ে ছিল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-বিন্নাডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আব্দুল কুদ্দুস আলী (৪৭) বগুড়ার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরকারের ছেলে ও দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জয়মন্টপ বাজার থেকে কাঁচামাল ক্রয় করে কুদ্দুস অটোগাড়িতে সাভারের হেমায়েতপুর যমুনা মোড় বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি চালকের ডানপাশে বসে ছিলেন। চলন্ত গাড়ির চাকার সঙ্গে চাদর গলায় পেঁচিয়ে দেহ থেকে মাথা আলদা হয়ে যায়। নিথর দেহ গাড়িতে পড়ে থাকলেও মাথা আলাদা হয়ে সড়কে ছটফট করতে থাকে।

এ ব্যাপারে ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই ইমরান হাসান বলেন, অটোগাড়ি চালক জনতার রোষানলের ভয়ে গা-ঢাকা দিয়েছে। গাড়িটি আটক করা হয়েছে।

Link copied!