• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১১:১২ এএম
দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি!

সারা দেশের নদীতীরবর্তী এলাকাগুলোতে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত ‘ফগ অ্যালার্ট’ বা তীব্র কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে বুধবার ভোর পাঁচটা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ঘন বা মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।সারা দেশের নদীতীরবর্তী এলাকাগুলোয় তীব্র কুয়াশা থাকবে। ফলে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তার নিচে নেমে আসবে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, “যখন কুয়াশার কারণে দৃষ্টিসীমা এক হাজার মিটারের নিচে নেমে আসে, কুয়াশার তীব্রতা বেশি থাকে, তখন ‘ফগ অ্যালার্ট’ জারি করা হয়। এ ধরনের সতর্কবার্তার মাধ্যমে মূলত যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা নিতে বলা হয়।”

কুয়াশার কারণে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। ফলে যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বেশি থাকে বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নদীতে যেসব যাত্রী বা পণ্যবাহী যান চলাচল করে, সেগুলোর জন্য কুয়াশার তীব্রতার এই ঝুঁকি আরও বেশি। ফগ অ্যালার্ট জারি হলে স্বল্পগতি বা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়াবিদ আরও জানান, তীব্র কুয়াশায় বিমান চলাচলেও সমস্যা হয়। সিভিল এভিয়েশনের জন্য আবহাওয়া দপ্তরের আলাদা একটি বিভাগ আছে। যারা প্রতি আধা ঘণ্টা পরপর কুয়াশার সর্বশেষ তথ্য জানাতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ আলম জানান, কুয়াশা তৈরির পেছনে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্য দায়ী থাকে। তবে এই বছর রাতে তাপমাত্রা কমে যাওয়ার আগেই কুয়াশা তৈরি হচ্ছে। সেই সঙ্গে বাতাস কম থাকায় কুয়াশা সরে যেতে পারছে না।

Link copied!