• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুর্বৃত্তদের হামলায় স্কুলশিক্ষকের মৃত্যু


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:২০ পিএম
দুর্বৃত্তদের হামলায় স্কুলশিক্ষকের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হামলায় আহত স্কুলশিক্ষক মারা গেছেন। মঙ্গলবার (৮ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ওই শিক্ষকের নাম সুজন ঘরামি। তিনি উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার তারাবুনিয়া গ্রামের মালেক ঘরামি ও তার ছেলেদের ওপর হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, একই গ্রামের জাকির, শাহআলম, আলমগীর, মুছা, খায়রুল ও দুলালসহ অনেকেই এ হামলার সঙ্গে জড়িত। প্রথমে তাদের হামলার শিকার হন মালেক ঘরামি। তাকে বাঁচাতে এসে দুই ছেলে সুজন ও শাহিন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুজনের অবস্থা আর অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, সেখানে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন মারা যান। 

তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযুক্তদের অতিদ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Link copied!