দুই বোনের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৮:২২ পিএম
দুই বোনের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে মারা গেছে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) নামে দুই বোন।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে।

নিহতদের বাবা আব্দুর রহিম তালুকদার জানান, তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে নিজের বাড়ির আশপাশ খোঁজ করে 
কোথাও পাননি। পরে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির  পুকুরে তল্লাশি চালান। সেই পুকুর তল্লাশি করে তলদেশে খোঁজে পান দুই মেয়েকে। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর তালুকদার জানান, রহিম তালুকদারের দুই মেয়ে। তার আর কোনো সন্তান নেই। সাঁতার না জানার কারণে পাশের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, পানিতে ডোবা দুই শিশুকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান,  হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!