• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দিন-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:২৪ পিএম
দিন-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

বান্দরবান রোয়াংছড়িতে দিন-দুপুরে মংসিংশৈ মারমা (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মংসিংশৈ মার্মা (৩৮) উপজেলার ২নং সদর ইউনিয়নের নতুন পাড়ার গ্রামের মৃত নিসামং মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে মংসিংশৈ মারমার বাড়ির আশেপাশে ওত পেতে থাকে দুর্বৃত্তরা। পরে তাকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজ নিতে যায় তারা। না পেয়ে আশপাশে তল্লাশি চালিয়ে একটি দোকানে ছেলেকে কোলে নিয়ে বসা দেখে সন্ত্রাসীরা গুলি চালায়। পেছন থেকে গুলি চালালে ঘটনাস্থলে মংসিংশৈ নিহত হন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মংসিংশৈ মারমা জেএসএসের সমর্থক ছিলেন। সেই নিজ বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু পুনরায় দলে যোগদান করার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করতে থাকে সংগঠনটি। পরিবার মংসিংশৈকে যেতে না দিলে বেলা ১২টার দিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার পর নদীর ওপারে গিয়ে আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
 

Link copied!