• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দল ত্যাগ করায় পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:৫৯ পিএম
দল ত্যাগ করায় পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বোধিপ্রিয় চাকমা ওরফে রিতু চাকমা (৪২) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নেহার বিন্দু চাকমা নামের আরও একজন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

আহত বিন্দু চাকমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিহত রিতু চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমিরাবাদ পদুয়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন রিতু চাকমা। সম্প্রতি তিনি জেএসএস ছেড়ে গণতান্ত্রিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের যোগ দেন। সে কারণে ঘটনাটি ঘটতে পারে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

Link copied!