• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দগ্ধদের দেখতে বরিশালে নৌপরিবহন প্রতিমন্ত্রী


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৮:১১ পিএম
দগ্ধদের দেখতে বরিশালে নৌপরিবহন প্রতিমন্ত্রী

দগ্ধদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খালিদ মাহমুদ চৌধুরী হাসপাতাল পরিদর্শনে যান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমাদের হিসাবমতে লঞ্চে ৩৫০-এর মতো যাত্রী ছিল। এর বেশি থাকলে তদন্ত করে দেখা হবে। তা ছাড়া লঞ্চের ফিটনেস ঠিক ছিল বলে জানতে পেরেছি।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, তা এখনই বলতে পারছি না। লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না।”

দুর্ঘটনায় মৃত সবার পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপ‌তি একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা দগ্ধদের দেখতে যান।

ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে।

এমভি অভিযান-১০ এর কেবিন বয় ইয়াসিন জানান, লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিন রুমের পাশের ক্যান্টিনে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখান থেকে প্রথমে ইঞ্জিন রুমে ও তারপর পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি কমিটি করা হয়েছে।

Link copied!