• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে রংপুরে গ্রাম


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৫:৪৭ পিএম
তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে রংপুরে গ্রাম

রংপুরের পীরগাছায় গ্রামের ভুল নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) গ্রামবাসী একজোট হয়ে ‘ব্যাকাটারী’ নামের পরিবর্তে তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নামানুসারে ‘তাইয়্যেপ পুর’ রাখে গ্রামটির নাম।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে ‘ব্যাকাটারী’ গ্রামটির নাম ব্যাকরণগত ভুল। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এই নামেই চলে আসছে গ্রামটি। এতে করে এলাকার বাইরে স্থানীয় বাসিন্দাদের গ্রামের পরিচয় দিতে অনিহা দেখা দেয়। অনেকেই গ্রামের নাম নিয়ে তামাশা ও হাসি ঠাট্টা করায় নিজেদের অসহায় মনে করতেন।

স্থানীয় বাসিন্দা ও পীরগাছা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক রফিকুল ইসলাম সংবাদ প্রকাশকে জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর ধরে তিনি গ্রামটির নাম পরিবর্তেনের চেষ্টা চালিয়ে আসছেন। সরকারি বিভিন্ন দপ্তরে এনিয়ে কয়েকদফা আবেদনও করেছেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় গত শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে স্থানীয় মসজিদে আলোচনার ভিত্তিতে সবার সম্মতি নিয়ে মানববন্ধন শেষে গ্রামটির নতুন নামকরণ করা হয়। বিশেষ করে তুরস্কের রাষ্ট্রপ্রধানের সততা, জনদরদী ও দেশত্ববোধ থাকায় তার নামেই নামকরণ করা হয়।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ব্যাকাটারী গ্রামের বাসিন্দা আবুল কাশেম সংবাদ প্রকাশকে জানিয়েছেন, নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে পরিষদে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু তাতে কোনো ফল হয়নি। গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। গ্রামের মশিউর রহমান, মাহেন উদ্দিন, আমীর হামজাসহ অনেকেই নাম পরিবর্তন নিয়ে সহমত প্রকাশ করেছেন।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, গ্রামের নাম পরিবর্তন নিয়ে তিনি কোনো আবেদন পাননি। পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেন তিনি।

Link copied!