• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

তুচ্ছ ঘটনায় ছেলের হাতে মা খুন 


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:৫০ পিএম
তুচ্ছ ঘটনায় ছেলের হাতে মা খুন 

চুয়াডাঙ্গার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে।

রোববার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে দর্শনা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কদেবানু (৭০) শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। ঘাতক ছেলে ইদ্রিস আলীকে (৩৫) ঘটনার পরপরই আটক করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সিনিয়ার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল মো. মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লুৎফুল কবির, (ওসি) তদন্ত মোহাম্মদ সামসুদ্দোহা (ওসি) অপরেশন আবু সাঈদ পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী সকালে গোসল খানায় গোসল করছিল। এ সময় তার মা কদেবানু অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় কাঠের তৈরি বালিধারা দিয়ে মায়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এর ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Link copied!