• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৭:২০ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
ছবি: সংবাদ প্রকাশ

মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা নামের (৫৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মীরপাড়ার খালেক মোল্লার ছেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সদর উপজেলার আমঝুপি মীর পাড়ায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ পোল বসানোর কাজে নিয়োজিত শ্রমিকরা বাশার মোল্লার বাড়ির সামনের সড়ক দিয়ে দ্রুত গতিতে পোল বোঝায় আলগামন গাড়ি নিয়ে যাওয়ার সময় বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন ধীরে গাড়ি চালাতে বললে ঠিকাদার হাসেম ও তার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। এ সময় তার পিতা বাশার ছুটে এসে ছেলেকে বাচাঁতে গেলে তারা তাকেও পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Link copied!