কক্সবাজারের পেকুয়া উপজেলার নুইন্যামুইন্যা বিল এলাকা থেকে মোহছেনা আক্তার নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মো. আলী জানান, ওই তরুণীর ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে তার নাম মোহছেনা আক্তার বলে জানা যায়। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিলের ছাবের আহমদের মেয়ে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। আলামত সংগ্রহের জন্য সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছেছে।