জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মৌসুমি আক্তার নার্গিস (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছেন মেলান্দহ থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মৌসুমি আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী এলাকার জাকির হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের ওই ইটভাটার মাঠে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে রিকশার লোহার এক্সেলের অংশ জব্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, নিহত তরুণীর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।