ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
চালক ও যাত্রীরা জানান, ভোর থেকে যানজটে সৃষ্টি হয় মহাসড়কে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন।
অন্যদিকে কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে কাঁচামালগুলো পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।