বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই হেরেছে নৌকার মনোনীত প্রার্থী।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন
সোনারায় ইউপিতে গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউপিতে রাসেল রানা ও ডোমার সদর ইউপিতে মাসুম আহমেদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন
বোড়াগাড়ী ইউপিতে আমিনুল ইসলাম রিমুন চৌধুরী, জোড়াবাড়ী ইউপিতে সাখোয়াত হোসেন বাবু, বামুনিয়া ইউপিতে মমিনুর, পাংগা মটকপুর ইউপিতে আব্দুল হাকিম ভুট্টু, ভোগডাবুড়ী ইউপিতে রেয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ী ইউপিতে রাকিব ইসলাম ও গোমনাতি ইউপিতে আহম্মেদ ফয়সাল শুভ।