লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।
তবে এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার জন্য লক্ষ্মীপুরবাসীসহ সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান এবং জড়িতদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান ডিসি মো. আনোয়ার হোছাইন আকন্দ।
আনোয়ার হোছাইন আকন্দ ফেসবুকে লিখেন, “জেলা প্রশাসক লক্ষ্মীপুরের অফিসিয়াল নম্বর ০১৭৮৮৫৭৭৭০১ ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির নিকট ফোনে অর্থ দাবি করছে। এ ধরনের প্রতারক হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
ডিসি আরও বলেন, “আমার সরকারি নাম্বারটি ক্লোন করেছে প্রতারক চক্র। আমার অজান্তে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে আমার নামে কলও করেছে। আমি কিছু বলতে পারি না। ফলে এ সব ফোন কলের বিষয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্ত না হয়ে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানাচ্ছি।”
জেলা প্রশাসকের সিএ নুরুল আলম চৌধুরী জানান, “বুধবার বিকেলে জেলা প্রশাসকের নাম্বার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী মাছুম কবিরের মোবাইল নাম্বারে কল করে একটি নাম্বারে টাকা পাঠাতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি যাচাই করতে দ্রুত জেলা প্রশাসনকে জানানোর পর ডিসি স্যারের নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরেছি।”