পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের অফিশিয়াল ফোন নম্বর ক্লোন করে ২০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইবার টিমকে নম্বর ক্লোনের বিষয়টি অবহিত করে অভিযোগ করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবাইকে সচেতনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট করেছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসন, পঞ্চগড়-নামের ফেসবুক পেজের পোস্টটি তুলে ধরা হলো।
সবার অবগতির জন্য একটি জরুরি বার্তা:
জেলা প্রশাসক, পঞ্চগড়ের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে অনেককে এই নম্বর থেকে ফোন করে টাকাপয়সা চাওয়া সহ-অনৈতিক দাবিদাওয়া করা হয়েছে, যেটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত অপরাধ। জেলা প্রশাসকের মোবাইল নাম্বার হতে কোনো প্রকার আর্থিক বা অন্যান্য অনৈতিক দাবিদাওয়া করা হলে সে বিষয়ে কোনো প্রকার অর্থ প্রদান না করে ফোন কলটি কেটে দিয়ে জেলা প্রশাসক, পঞ্চগড়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় অফিসে কাজ করছিলাম। হঠাৎ অফিশিয়াল নম্বরে ফোন আসে। নম্বরটি দেখে পাশে থাকা একজন অফিসারকে ফোনটি ধরতে দিলে হ্যাকার নিজেই জানান ‘আপনার নম্বরটি ক্লোন করা হলো।’ এর পর কী কারণে কেন ক্লোন করা হয়েছে এবং নম্বরটি কার সেটা জানতে চাইলে ‘পঞ্চগড় জেলা প্রশাসকের নাম্বার’ বলে এবং নিজেকে হ্যাকার পরিচয় দিয়ে এড়িয়ে যান। এরপর ফোনটি কেটে দিলে সাইবার টিমকে নাম্বার ক্লোনের বিষয়টি অবহিত করে অভিযোগ করা হয়। তবে এর মাঝে বড়শশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে হ্যাকার ক্লোন নাম্বার থেকে টেন্ডারের দুটি কাজের কথা বলে ২০ হাজার টাকা দাবি করে। এর কিছুক্ষণ পর ওই সাবেক চেয়ারম্যান আবার নিজেই অফিশিয়াল নম্বরের ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে হ্যাকারের কাজ বলে তাকে জানানো হয়। এদিকে সন্ধ্যায় ডিসি অফিসের আরেক কর্মকর্তাকে ফোন দেয় ওই হ্যাকার। তবে এ বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি যাতে কোন টাকা লেনদেন না করে এবং প্রশাসন ও আমাকে বিষয়টি অবহিত করে।”