• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৯:২১ এএম
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
    
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার মন্টু মিয়া সজল (২২), উজ্জ্বল মিয়া তোফাজ্জল (১৯), হবিগঞ্জ সদরের জাহাঙ্গীর আলম নয়ন (২০), জাহিদ মিয়া (২২), মোশাহিদ মিয়া (২১), লিটন মিয়া (২১), শায়েস্তাগঞ্জ উপজেলার মারুফ মিয়া (১৮) ও মৌলভীবাজার সদরের সালাউদ্দিন (২৫)।

পুলিশ জানায়, বুধবার (১৭ নভেম্বর) ভোররাতে উপজেলার শানখলা ইউপির চলিতারআব্দা হাওরে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ডাকাতির সরঞ্জামাদিসহ ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের পর বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Link copied!