• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:৩৬ এএম
ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকা পার হওয়ার সময় হিলিগামী একটি প্রাইভেট কার লাইনে উঠে যায়। ওই প্রাইভেট কারে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

ওসি সুমন মহন্ত আরও জানান, ঘন কুয়াশা ও লেভেলক্রসিংয়ের গেট নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে গেটম্যান সাইফুজ্জামান জানান, লেভেলক্রসিংয়ের গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেট কার চালক সেটি না দেখে লাইনের ওপর গাড়ি উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

Link copied!