• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১২:১৫ পিএম
ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিলকপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ভ্যানচালক আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে প্ল্যাটফার্মে এসে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। গল্প শেষ করে প্ল্যাটফার্ম থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!