• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০২:৪৭ পিএম
ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪
ছবি: সংবাদ প্রকাশ

নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। তারা সবাই উত্তরা ইপিজেডের নারী শ্রমিক। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও পাঁচ শ্রমিক। 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী।

আমির আলী জানান, সদর উপজেলার দারোয়ানীতে খোলা একটি রেলক্রসিং আছে। সকালে উত্তরা ইপিজেডের কিছু শ্রমিক অটোরিকশাযোগে কাজে যাচ্ছিলেন। রেলক্রসিংটি অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)।

পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

হাসপাতালে নেওয়ার পথে কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী সাহেরা বেগম (৩৩) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রোমানা আক্তারের (২৫) মৃত্যু হয়। 

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা বেগম (৩১) মারা যান।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশা চালক আপন হোসেন (২৮), যাত্রী নাজমিন আকতার (৩০), মিনা আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)। তাদের সবার বাড়ি সদরের সোনায়ায় ইউনিয়নের ধনীপাড়া এলাকায়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!