• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০১:৩০ পিএম
ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ওই তিন ছাত্রী বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দীন খন্দকার সংবাদ প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি বিজয়পুর এলাকায়।

cumilla

ওসি বলেন, “চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তিন ছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

জসিমউদ্দীন খন্দকার আরও বলেন, “বিজয়পুর লেভেল ক্রসিংটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থিত। তিন ছাত্রী নিহতের খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন।”

ওসি আরও বলেন, “এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

Link copied!