জামালপুরের ঝিনাই ব্রিজ এলাকা থেকে জিহিন খাতুন (১৮) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জিহিন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তরপাড়া গ্রামের মো. জিন্নাহ মণ্ডলের মেয়ে।
স্থানীয়দের দাবি, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে অভিমানে আত্মহত্যা করেছেন ওই তরুণী। অপর দিকে পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরে জিহিন মানসিক ভারসাম্যহীন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন জিহিন। কিছুক্ষণ পর বাড়ির অদূরে ঝিনাই ব্রিজ এলাকায় রেললাইনের ওপর লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেছেন, বৃহস্পতিবার রাতে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় জিহিনের। ভাই তাকে মারধরও করে। রাতেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকালে ঝিনাই ব্রিজ এলাকায় তার ট্রেনে কাটা মরদেহ দেখতে পাওয়া যায়।
জামালপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।