• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০২:০২ পিএম
ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীতে করোনার টিকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (২ মার্চ) সকালে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত আলহাজ্ব পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে। টিকা নেওয়ার পর বন্ধুবান্ধবের সঙ্গে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সঙ্গে টিকটকে মেতে ওঠে। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আলহাজ্বের মৃত্যু হয়। ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রেল লাইনের ওপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

Link copied!