নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ইমন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা গোপালপুর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমন ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ইমনের। সাধারণ লোকজনের ধারণা সে এই কারণে রাতে কোনো এক সময়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী আরও জানান, ইমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরি করতেন। সেখান থেকে গত রাত সাড়ে আটটার দিকে গোপালপুর আজিমপুর স্টেশনে আসেন। পরে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিন্তু সে বাড়িতে ফিরে আসেনি।