• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ১২:২৭ পিএম
ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত 

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের (ডাম্পার) ধাক্কায় এক রোহিঙ্গা শিশু নিহত  হয়েছে। নিহত শিশুর নাম হাজেরা বিবি (৬)। 

রোববার (২৭ মার্চ) সকালে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৩ সেভেন রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহত হাজেরা বিবি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক নিপুণ।

Link copied!