পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরসেদা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসেদা বেগম বোদা উপজেলার সাকোয়ার জোরপাকুরী এলাকার আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে চন্দনবাড়ী রাস্তা দিয়ে হাঁটছিল মুরসেদা নামে ওই নারী। এ সময় দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান মুরসেদা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।