ভোলার দৌলতখানে ইট বোঝাই ট্রলির চাপায় আবদুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গুইংগারহাট-দৌলতখান সড়কের নইমুদ্দিন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মৃত মোজ্জামের হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক কেনাকাটা করার জন্য নউমুদ্দিন বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কের বিপরীত দিক থেকে আসা দুটি ট্রলি ও ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, পুলিশ ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে এর চালক পালিয়েছে বলেও জানান তিনি।