নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের ফাঁদে ফেলে নানির বাড়ি থেকে ডেকে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিল্লু (১৫) নামের এক টিকটকারের বিরুদ্ধে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে পাঁচজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই কিশোরীর নানি।
অভিযুক্ত বিল্লু বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার আক্তার হোসেনের ছেলে। ঘটনার পর বিল্লু কৌশলে পালিয়ে গেলেও তার তিন সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গ্রেপ্তাররা হলো বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার আবদুল আলীর ছেলে রতন (১৬), একই এলাকার জামাল খার ছেলে সানি ( ১৭) ও আবদুল খালেকের ছেলে রাকিব (১৫)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকালে কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় টিকটকার বিল্লু ও তার ৫ সহযোগী। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিওর জন্য কাজ করে। পরে কিশোরীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
ওসি দীপক চন্দ্র আরও জানান, ধর্ষণের সময় বিল্লুর ৫ সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে বিল্লুর তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে বিল্লু ও তার অপর সহযোগীরা পালিয়ে যায়।