• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টিউবওয়েলের পানি নিয়ে সংঘর্ষে যুবক নিহত


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:০৩ পিএম
টিউবওয়েলের পানি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২৭)। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার নূরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে এক শিশু গ্রামের একটি টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় আরেক শিশু তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এর জের ধরে নোয়াগড় গ্রামের নূরুল ইসলাম এবং চুনু মিয়ার গোষ্ঠীর লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে প্রতিপক্ষের ফিকলের (দেশিয় অস্ত্রের নাম) আঘাতে আনোয়ার গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Link copied!