• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
অবৈধভাবে বালু উত্তোলন 

টাঙ্গাইলে চারটি ড্রেজার মেশিন ধ্বংস


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৮:৫৭ এএম
টাঙ্গাইলে চারটি ড্রেজার মেশিন ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল মৌজায় অবস্থিত কুমর্শী (কুমড়ী) বিল ও ভিয়াইল বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম। 

এ সময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ও সেকেন্ড অফিসার মাহাবুল ইসলা উপস্থিত ছিলেন। 

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম নিশ্চিত করে জানান, জনস্বার্থে নদী ও খাল-বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!