নাটোরের সিংড়া উপেজলায় জোড়া খুনের মামলায় সাতজনের সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌগ্রামে শবে বরাতের রাতে শিরনি বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী ও সিকিম প্রামানিকের সঙ্গে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ ২৮ বছর মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আজ (সোমবার) অভিযুক্তদের মধ্যে সাতজনকে সাতবছর করে কারাদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন। এর আগে মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করেছেন।
এছাড়া মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। পরে অভিযুক্তদের কারাগারে প্রেরণ করা হয়।