• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জেলের জালে স্যাটেলাইট লাগানো কচ্ছপ


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৩:৫৭ পিএম
জেলের জালে স্যাটেলাইট লাগানো কচ্ছপ

খুলনার দিঘলিয়ায় জেলের জালে ধরা পড়েছে পিঠে স্যাটেলাইট লাগানো একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে সেটি উদ্ধার করে রোববার (২৭ ফেব্রুয়ারি) সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাজীরহাট এলাকায় ভারতীয় স্যাটেলাইট লাগানো কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে।

করমজলের বন কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির বাটাগুর কচ্ছপ। 

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দের বরাত দিয়ে আজাদ কবির জানান, কচ্ছপের পিঠে বসানো স্যাটেলাইটে ভারতের ফোন নাম্বার সাঁটানো ছিলো। সেই নাম্বারে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ভারতের একটি সংস্থা গবেষণার জন্য এটি নদীতে ছাড়ে, যা ভাসতে ভাসতে বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়ে। বর্তমানে এটি করমজল বাটগুর বাসটা প্রজনন কেন্দ্রে রয়েছে। এ বিষয়ে পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

এদিকে প্রজনন কেন্দ্রের বাটাগুরবাস্কা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আ. রব বলেন, মূলত বিলুপ্ত প্রজাতির এ বাটাগুরবাস্কা কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণ ক্ষেত্র, খাদ্যাভ্যাস এবং প্রজনন সম্পর্কে জানতে ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারি সেদেশের সজনেখালী এলাকার কুলতলীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে। ১১ দিনের মাথায় এর একটি নদী-সাগর পেরিয়ে এদেশের খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে চলে আসে।

রব আরও জানান, এক সময়ে বাংলাদেশ, ভারত ও মায়ানমারে বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিলো। যা এখন প্রায় বিলুপ্তির পথে। তবে এসব দেশের উপকূলীয় এলাকায় দুই একটির অস্তিত্ব রয়েছে। সেগুলো সংগ্রহ করেই এ গবেষণার কাজ করছেন সংশ্লিষ্টরা। বিলুপ্ত প্রায় বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ সংরক্ষণ, প্রজনন, গতি ও আচরণ বিধি, বিচরণ ক্ষেত্র, পানিতে ডুবে ও ভেসে থাকার সময় নির্ণয়সহ নানা কার্যক্রম জানতে বাংলাদেশ বনবিভাগ, অস্ট্রিয়ার ভিজুয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। 

Link copied!