স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে জেলায় জেলায় আওয়ামী লীগের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ
জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এসএস রোডস্থ দলীয় কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বক্তারা বলেন, আলবদর, রাজাকারদের এই বাংলাদেশে জায়গা হবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একটি কুচক্রি মহল দেশে ও বিদেশে চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু তাদের এই কার্যকর্ম কোনো দিনই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বিজয় র্যালিটি উপস্থিত ছিলেন।
ফেনী
জেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢোল-বাদ্য বাজিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে শোভযাত্রাটি ফেনী পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় শোভযাত্রায় প্রথম সারিতে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার, সাংগঠনিক সম্পাদক রাজীব খগেশ দত্ত, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিজয় শোভাযাত্রায় অংশ নেন।
পাবনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই বিজয় র্যালি বের করা হয়। র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তোসলিম হাসান সুমন, জেলা মহিলা লীগের সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সম্পাদক তাজুল ইসলামসহ দলের অঙ্গ সংগঠনের নেতারা।
জামালপুর
বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিকালে শোভাযাত্রা বের হয়। পরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে গিয়ে শেষ হয়।
সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘোড়ার উপর চড়ে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
বিজয় শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নামে।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত এ শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকা নিয়ে ও ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।