• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জিডি করলেন লক্ষ্মীপুরের সেই ইউপি চেয়ারম্যান


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১২:১০ পিএম
জিডি করলেন লক্ষ্মীপুরের সেই ইউপি চেয়ারম্যান

ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় কমলনগর থানায় গিয়ে জিডি করেন তিনি।

রোববার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাফেজ মনিরুল ইসলাম নামে এক ফেসবুক আইডি থেকে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানে উচ্চ শব্দে গানবাজনা না করতে সতর্কতা জারি করেছেন চরকাদিরা ইউপি চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলে প্রচার করা হয়। ওই ফেসবুক আইডি থেকে চেয়ারম্যানের সতর্কবার্তাগুলো নির্দেশরূপে প্রচার করা হচ্ছিল।

চেয়ারম্যানের এমন সতর্কবার্তায় সে সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। 

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, “একজন আলেম হিসেবে আমি মা-বোন ও স্কুল-কলেজ-মাদ্রাসাছাত্রীদের পর্দার জন্য বোরকা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি বলেছি এক রকম, লোকজন প্রচার করছেন অন্য রকম।”

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ থানায় জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

Link copied!