• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০২:৫৬ পিএম
জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।

দিবসটি উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

অপরদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়। সকাল ১০টায় অধ্যক্ষ একেএম তফিকুল ইসলামের নেতৃত্বে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১২টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান ও পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

এছাড়াও জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি চলছে।
 

Link copied!