• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জানাজায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে ইউএনওর অবহেলা 


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৩৯ পিএম
জানাজায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে ইউএনওর অবহেলা 

বীরমুক্তিযোদ্ধার শেষ বিদায়ে গার্ড অব অনার দেওয়া সরকারি দায়িত্ব হলেও ইউএনও অবহেলা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের বাবুপাড়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধার নামাজে জানাজায় রাষ্ট্রীয় সম্মান জানাতে আধঘণ্টা পর আসেন ইউএনও। এতে ক্ষুব্ধ হয়েছেন জানাজায় অংশ নেওয়া বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুসল্লিরা।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বুধবার বেলা ১২টায় রংপুর মেডিকেলে ইন্তেকাল করেন লালমনিরহাট শহরের টিউমলপাড়া এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা বাচ্চু শিকদার (৭২)। তার জানাজা বৃহস্পতিবার বেলা ১১টার নির্ধারণ করা হয়। আগে থেকে এই বীরমুক্তিযোদ্ধার জানাজা নামাজের সময় ইউএনওকে জানান মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অ্যাড. ইকবাল হোসেন মামুন বলেন, “ইউএনও মাহমুদা মাসুমকে জানাজার বিষয়টি অবগত করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও জানালে তিনি সঠিক সময়ে আসার কথা বললেও সময়মতো আসেন নি। একজন বীরমুক্তিযোদ্ধার শেষ বিদায়ে গার্ড অব অনার প্রদান করা সরকারি দায়িত্ব হলেও ইউএনও মাহমুদা মাসুম অবহেলা করেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

জানজায় অংশ নেওয়া টিউমলপাড়া এলাকার মনির হোসেন বলেন, “সদর উপজেলার বর্তমান ইউএনও দায়িত্বে অবহেলা করেছেন। তাকে চার বার ফোন দেওয়ার পর তিনি আধাঘণ্টা পর আসেন। এটি আমাদের জন্য লজ্জার। বীরমুক্তিযোদ্ধার শেষ বিদায়ে তিনি কয়েক হাজার মানুষকে অপেক্ষায় রেখে রাষ্ট্রীয় সম্মান জানাতে আসেন আধাঘণ্টা পর।”

জানাজায় বিলম্বে আসার বিষয়টি তিনি তদন্তের দাবি জানান।

জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন বলেন, “আমি ইউএনওকে চার বার কল করেছি। তিনি আসি আসি করে কালক্ষেপণ করেছেন। ইউএনও প্রায় আধাঘণ্টা পর এসেছেন। বিষয়টি আমাদের খারাপ লেগেছে এবং দুঃখজনক। রাষ্ট্রীয় সম্মান যেহেতু দিনেই দিতে হয় এজন্য জানাজা নামাজের সময় সকালে করা হয়েছে তা না হলে আমরা রাতেই জানাযা সম্পন্ন করতাম।”

এ বিষয়ে ইউএনও মাহমুদা মাসুমের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন।

Link copied!