জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে মানববন্ধন


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৫:১৭ পিএম
জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে মানববন্ধন

ভূমি, কৃষি, নদী-খাল দখল-দূষণ, পরিবেশ-প্রতিবেশ এবং জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে নাগরিক উদ্যোগ এবং ভূমি অধিকার নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সামাজিক সংগঠক কাজী মিজানুর রহমান, শুভংকর চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যান্যরা।

তাদের ২০ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বরিশালের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অতিদ্রুত জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে নদীর অভিভাবক ঘোষণার দাবি জানান। একই সঙ্গে নদী ও খাল রক্ষায় তাদের ২০ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
 

Link copied!