• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৯:৫৪ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবী আলম (৫২) নামে এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো আট জন আহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নবী আলম (৫২) সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার সবুজপাড়া গ্রামের নবী আলমের সঙ্গে একই গ্রামের আকমত আলীর দীর্ঘদিন থেকে সাত শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি আকমত আলী স্থানীয় এক ব্যক্তির কাছে বন্ধক দেন। বন্ধক গ্রহীতা ওই ব্যক্তি গতকাল শুক্রবার ওই জমিতে ধান লাগানোর জন্যে হাল চাষ করেন। সে সময় নবী আলম তাতে বাঁধা দেন। নবী আলমের দাবি ওই জমি তাদের। এ ঘটনাকে কেন্দ্র করে আজ (শনিবার) আকমত আলীর লোকজন লাঠিসোটা নিয়ে নবী আলমের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই নবী আলমের মৃত্যু হয়। এতে আরও আটজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- শাহিন, সাইদ, আলিয়া বেগম, নবীরন বেগম, শহীদ আলী, আল আমিন, জমেলা বেগম ও তারা মিয়া।

চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। সামান্য সাত শতক জমির বিরোধে নবী আলমের মৃত্যুর ঘটনা আমরা মানতে পারছি না। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত নবী আলমের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করে।”

এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!