বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছোটদের ঝগড়ায় প্রাণ গেল আতোয়ার রহমান (৩৫) নামের এক যুবকের। এ ঘটনায় পুলিশ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শুক্রবার (১১ মার্চ) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে ঘটনা ঘটে।
নিহত আতোয়ার রহমান নাটমরিচা পশ্চিমপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিকের কাজ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের স্কুলে ছাত্ররা রোববার পিকনিকে যাওয়ার জন্য ব্যানার বানিয়ে নাটমরিচা গ্রামে একটি দোকানের পাশে টানিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় ও একপর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের এই বিরোধে গ্রামের কিছু পুরুষ ও নারী জড়িয়ে পড়েন। এ সময় আতোয়ার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ছোটদের ঝগড়ার মধ্যে কিছু নারী উসকে দেন। এ সময় আতোয়ার ঝগড়া থামাকে গেলে তার মাথায় আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।