• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০২:১১ পিএম
ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

খুলনার কয়রা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

নিহত ইমরান উপজেলার সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেজুরবাগ মসজিদের পাশে দুই গ্রু‌পের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়।

নিহতের বোন শাহানার জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সঙ্গে অন্য একটি পক্ষের সংঘর্ষের ম‌ধ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

Link copied!