• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রাবাস থেকে পিস্তল উদ্ধার


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৭:২৫ পিএম
ছাত্রাবাস থেকে পিস্তল উদ্ধার

খুলনা মহানগরীর দৌলতপুরের পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ারের পাশের সূর্য ছাত্রাবাসের একটি কক্ষ থেকে একটি পিস্তল ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, বোমা সাদৃশ্য বস্তু ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়ায় র‍্যাব-৬ বোমা ডিজপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Link copied!