মাগুরা থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নয়ন মোল্লা, মো. মিন্টু মিয়া, মো. ইমরুল হাসান ও মোস্তফা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ৫ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্ত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে গোপালগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি চুরির মামলা হয়েছে। মামলার সূত্র ধরে ও প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, গ্রেপ্তারদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। গ্রেপ্তার চার জনের বাড়ি মাগুরা জেলার বিভিন্ন গ্রামে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে আসছিল।