দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চৈত্র মাসের কুয়াশায় ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এরপর সাতটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু হয় ফেরি চলাচল।
দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকার কারণে ৩ কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকের সারি রয়েছে। মহাসড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব যানবাহনের চালক ও যাত্রীদের।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, চৈত্র মাসে কুয়াশা অনাকাঙ্ক্ষিত। কিন্তু নদীতে দৃষ্টিসীমা ঝাপসা হয়ে যাওয়ায় ফেরি বন্ধ রাখা হয়।
প্রফুল্ল চৌহান আরও জানান, এ রুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে।